Dr. Lutfor Rahman
Dr. Lutfor Rahman Professor, Department of Drama & Dramatics

PROFILE

SHORT BIOGRAPHY

N/A

RESEARCH INTEREST

Theater, Literature and Aesthetics

All Publications

প্রবন্ধ:


    সেমিনারে পঠিত ও প্রকাশিত গবেষণা প্রবন্ধ :
       
১.    রূপান্তরের ধারায় বাঙালি সংস্কৃতি, অন্তর্মুখ গবেষণা পত্রিকার আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে পঠিত, বর্ধমান, পশ্চিম বঙ্গ, ১লা মার্চ ২০২০|

২.    সাধক রামপ্রসাদ সেন ও দ্বৈাদ্বৈতবাদ : একটি পর্যবেক্ষণ,‘তিন ‘শ বছর পরে সাধক কবি রামপ্রসাদ সেন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে পঠিত প্রবন্ধ, আয়োজনে রামকৃষ্ণ মিশন মঠ বিশ্ববিদ্যালয় কলেজ, কোলকাতা পশ্চিম বঙ্গ, ৩রা মার্চ ২০২০।

৩.    নাট্যকার সেলিম আল দীন: প্রাসঙ্গিক কিছু কথা, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর বার্ষিক ( নিয়মিত সেমিনার )ওয়েভনিয়ারের জন্য ধারণকৃত প্রবন্ধ, ২০২০।

৪.    বাংলাদশের নাটক : উত্তরাধুনিক চিন্তার স্বরূপ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কলেজ ও গৌরি কালচারাল সেন্টার আয়োজিত আন্তজার্তি সেমিনারে পঠিত প্রবন্ধ, কোলকাতা পশ্চিম বঙ্গ, ৭.৩.২০২০।
 
৫.    নাট্যকারের সামাজিক অঙ্গীকার : ‘মুনীর চৌধুরী’ ও ‘ কবর’, সুশীল সাহা সম্পাদিত, পুব আকাশের রঙধনু, বাংলাদেশের নির্বাচিত সাহিত্যের এক নিবিড় অবলোকন, দিয়া পালিকেশন,কলকাতা প্রথম প্রকাশ জানু. ২০২১।
    
৬.    একটি অভিভাষণ : ইতিহাসের স¤পর্ক ও মতাদর্শের স্বরূপ, সুশীল সাহা সম্পাদিত, পুব আকাশের রঙধনু, বাংলাদেশের নির্বাচিত সাহিত্যের এক নিবিড় অবলোকন, দিয়া পালিকেশন,কলকাতা প্রথম প্রকাশ জানু. ২০২১।
    
৭.    শিল্প ও শিল্পী সম্পর্ক: একটি সাধারণ বিবেচনা,  সমকাল, ঈদ সংখ্যা, সম্পাদক, গোলাম সারওয়ার, জুন-২০১৭।

৮.    মঞ্চকুসুমের ষাট: গ্রাম থিয়েটার, সম্পাদক, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু এপ্রিল-জুলাই -২০১৭।

৯.    এক বৈশাখের মেলা থেকে বৈশাখী মেলা: ঔধমড় হবংি ২৪.পড়স, ১৪, এপ্রিল- ২০১৭।

১০.    নাট্যকার নুরুল মোমেন স্ব-ভূমির সন্ধানে, বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত    সেমিনারে পঠিত প্রবন্ধ, মার্চ, ২০১৬।

১১.    আমার পাঠশালা, গ্রাম থিয়েটপার, সম্পাদক, নাসির উদ্দীন ইউসুফ, নির্বাহী সম্পাদক ড.  চৌধুরী রুবাইয়াৎ আহমেদ ২০১৬।

১২.    এ এক অন্য আকাশ, ভিন্ন বাতাস, সম্পাদক, নাসির উদ্দীন ইউসুফ, নির্বাহী সম্পাদক ড.  চৌধুরী রুবাইয়াৎ আহমেদ ২০১৬।

১৩.    ভাঙা প্রেমের যত কথা: সেলিম আল দীন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজিত সেমিনারে পঠিত প্রবন্ধ ২০০১৫।

১৪.    বাঙালির লোককৃত্য ও  লোকাচার: সমকাল ঈদ সংখ্যা, সম্পাদক, গোলাম সারওয়ার,     আগস্ট- ২০১৩।

১৫.    তাঁরা সেক্স এবং পিয়ার দেখতে এসেছিল, নতুন গন্তব্য, থিয়েটার বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা, আগস্ট- ২০১৩।

১৬.    বাংলাদেশ গ্রাম থিয়েটার: ত্রিশ বছর এবং অতঃপর, ঢাকা থিয়েটার আয়োজিত সেমিনারে পঠিত প্রবন্ধ নভেম্বর ২০১২।

১৭. নসিমনের পালা: পরিবেশনার আলোকে, লোক নাটক, লোককলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগ আয়োজিত লোকনাট্য উৎসব প্রকাশনা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী- ১২, জুন ২০১২।

১৮. মহাত্মা লালন : প্রকাশিত গ্রন্থ প্রসঙ্গে, সেমিনারে পঠিত প্রবন্ধ, ২৭, ডিসেম্বর ২০১২।

১৯.    বিনোদিনী: আত্মজীবনীর মঞ্চকাব্য, ঢাকা থিয়েটার আয়োজিত সেমিনারে পঠিত প্রবন্ধ, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ২৭, ডিসেম্বর ২০১২।

২০.    বাংলার কতিপয়লোকাচার ও লোকাচার প্রসঙ্গ:  সমকাল, ঈদ সংখ্যা, সম্পাদক, গোলাম সারওয়ার, আগস্ট-২০১২।

২১.    বাংলাদেশের থিয়েটার: পরম্পরা ও আধুনিকতা, সেমিনারে পঠিত প্রবন্ধ , বাংলাদেশ     শিল্পকলা একাডেমী, ১৮ই এপ্রিল২০১২।

২২.    নৃগোষ্ঠী নাট্যকথা, পরিবেশনা শিল্পকলা, সম্পাদনা, ইসরাফিল শাহীন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০১০।  

২৩.    আলো-অন্ধকার : রবীন্দ্রনাথের  তিনটি নাটক, দ্য জাহাঙ্গীরনগর রিভিউ পার্ট-সি, ১৯৯৯-২০০০,  কলা ও মানবিকী  অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা -১৩৪২, জুন ২০০২।

২৪.    মহীয়ষী খনা ও প্রসঙ্গ কথা, সমকাল, ঈদ সংখ্যা, সম্পাদক, গোলাম সারওয়ার, ২০১০।

২৫.    প্রচলিত মনসামঙ্গলপালার আঙ্গিক ও পরিবেশনা: একটি তুলনামূলক পর্যবেক্ষণ, অনুষদ সেমিনারে পঠিত, কলা ও মানবিকী অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা     ১৩৪২-২০০৯।

২৬.    ঐতিহ্যবাহী বাংলা নাটকের সাম্প্রতিক রূপ: মাঠ পর্যায়ের একটি সমীক্ষা, অনুষদ সেমিনারে পঠিত, কলা ও মানবিকী অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা ১৩৪২-২০০৭।

২৭.    আধুনিক নাট্য নির্দেশনা পদ্ধতি : ঢাকা থিয়েটার, একটি মাঠপর্যায়ের সমীক্ষা,  কলা ও     মানবিকী অনুষদ গবেষণা প্রকল্প, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা ১৩৪২-২০০৯।

২৮.    নাট্যাচার্য সেলিম আল দীন ও বাংলা নাটক, সেলিম আল দীনের ৬০-তম জন্মবার্ষিকী সংখ্যা গ্রাম থিয়েটার  আগস্ট ২০০৯।

২৯.    হাবিব তানভীর: আলোকিত ছায়াপথে, গ্রাম থিয়েটার, সম্পাদক, নাসির উদ্দীন ইউসুফ, নির্বাহী সম্পাদক মোসাদ্দেক মিল্লাত, জানুয়ারি  ২০১০।

৩০.    ভাঙাহাটের মেলার পরে, গ্রাম থিয়েটার, সম্পাদক, নাসির উদ্দীন ইউসুফ, নির্বাহী সম্পাদক মোসাদ্দেক মিল্লাত , জানুয়ারি  ২০১০।

৩১. The State of Theatre Education in Bangladesh, International Seminar, Theater Festival Workshop and Exhibition, April 15-21, 2010, organized by The International Theatre Institute, Bangladesh Center.

৩২.    সেলিম আল দীনের নাটকের চিত্রভাষ্য: একটি বিবেচনা, নতুন দিগন্ত সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী ২০১০।

৩৩.    সেলিম আল দীন ও হাবিব তানভীর: একটি পর্যবেক্ষণ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আয়োজিত, সেলিম আল দীনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে পঠিত প্রবন্ধ  ১৪ জানুয়ারি, ২০১০।

৩৪.    মহাকাব্যের নন্দনতত্ত্ব: প্রাচ্য ও প্রতীচ্য , সম্পাদক প্রফেসর ড. আ. ফ. ম. ওবায়দুর রহমান, দ্য জাহাঙ্গীরনগর রিভিউ পার্ট-সি, কলা ও মানবিকী অনুষদ ঢঠ, ২০০৩-০৪,  ২০০৪-০৫।

৩৫.    তামাশা সঙ যাত্রা ঘাটু ও গীতিকা: একটি তুলনামুলক পর্যবেক্ষণ, থিয়েটার স্টাডিজ, সম্পাদক সেলিম আল দীন ১২-তম সংখ্যা ২০০৫. নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

৩৬.    পূর্বকথার পরের কথা , গ্রাম থিয়েটার, সম্পাদক, হুমায়ূন কবীর হিমু, ৭ম বাংলা  লোকনাট্য উৎসব পুস্তিকা, আয়োজক, পুঠিয়া থিয়েটার রাজশাহী,  মার্চ ২০০০।

৩৭.    বাংলা উপন্যাসের উত্তরাধিকার: কালো বরফ, সম্পাদক, সৈয়দ আনোয়ার হোসেন, উত্তরাধিকার  বাংলা একাডেমি, জুন-মার্চ  ১৯৯৯।

৩৮.    ট্যাঙো: উপন্যাস ভ্রমণের অভিজ্ঞতা, ধ্রুপদ, দ্বিতীয় সংখ্যা এপ্রিল ২০০৫ সম্পাদক ফেইরি খন্দকার।

৩৯.    জেগে উঠুন অস্তিত্ব বিপন্ন আজ, এভাবে মৃত্যুর জন্য তোমার জন্ম হয় নি, আগামী প্রকাশনী  ২০০৫।

৪০.    দিন যায় দিন আসে: অমর জীবনের মহাকাব্যিক উপাখ্যান, সম্পাদক রঞ্জ রাইম, ১৯৯৯।

ঘ. প্রকাশিতব্য গবেষণা প্রবন্ধ:
    
১.    জীবনানন্দ দাশের কবিতা: দুজন, সময় চেতনা ও প্রেম চেতনা,  ৩১ মার্চ ২০২১।

২.    ওয়ালীউল্লাহর স্বপ্ন বাস্তবতার গল্প: ‘মতিনউদ্দিনের প্রেম’ রচনা ১৫,মার্চ ২০২১।

৩.    প্রসঙ্গ গবেষক বিদ্যাসাগর: বিধবাবিবাহ উচিত কি না এতদবিষয়ক প্রস্তাব, রচনা ৩০ জনিুয়ারি ২০২১।

৪.    ‘পথ বেঁধে দিল..’ : যে-আলোকে উয়ালীউল্লাহ অবলোকন, রচনা: ২৩ জনিুয়ারি ২০২১।

৫.    আখতারুজ্জামান ইলিয়াস, মুক্তিযুদ্ধের গল্প: ‘অপঘাত’ একটি পর্যবেক্ষণ’ ২২ নভেম্বর ২০২০।
 
৬.    দেবেশ রায় ও সেলিম আল দীন: পরিপ্রেক্ষিত আত্মজ্ঞান ও শিল্পতত্ত্ব, তবু একলব্য , ৪০-তম সংখ্যা, দিয়া দিয়া পালিকেশন, কোলকাতা পশ্চিম বঙ্গ, বাংলাদেশ গ্রাম থিয়েটার সেমিনারে পঠিত, ৭০.১০.২০২০।

ঙ.অপ্রকাশিত গবেষণা প্রবন্ধ :


১.    বঙ্গবন্ধু দর্পণে আমাদের প্রতিকৃতি  ২০২০, বাংলাদেশ এয়ারএভিয়েশন এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য সেমিনারে পাঠের জন্য লিখিত।

২.    বাঙালি: আত্মপরিচয় প্রসঙ্গ  ॥ ২০১৭

৩.    ঔপনিবেশিক বাংলা: সমাজ-সংস্কৃতির রূপ  ॥ ২০১৮

৪.    মধুসূদন দত্ত: জাতীয় চেতনা  ও  বীরাঙ্গনা কাব্য  ॥ ২০১৭-২০১৮

৫.    রবীন্দ্রনাথ, বাংলা ছোটোগল্প: একটি সাধারণ পাঠ  ॥ ২০১৮-২০১৯

৬.    ব্যঙ্গকার পরশুরাম ও বাংলা হাস্যরসাত্মক রচনা  ॥   ২০১৬

৭.    অবরোধ-বাসিনী: বেগম রোকেয়া ও হাস্যরসের উত্তরাধিকার  ॥ ২০১৬

৮.    অতীত ভারতীয় সংস্কৃতি, সমাজ-রাজনীতি  ও শরৎচন্দ্রের সাহিত্য ॥ ২০১৭

৯.    তারাশঙ্কর বন্দ্যোপধ্যায়: কবি : পাকে পদ্ম ও বসন্তের ঘ্রাণ ॥ ২০১৭

১০.    জীবনানন্দ দাশ:  রূপসী বাংলার কতিপয় কবিতা, বিষয়গত পর্যবেক্ষণ॥ ২০১৭-২০২০

১১.    পায়ের আওয়াজ পাওয়া যায়: বিপন্ন পিতৃত্বের পরাজয়, সংঘশক্তির বিজয় ॥ ২০১৭-২০১৯

১২.    হাসান আজিজুল হক: শিল্পীর মনোলোক ও সৃজন ॥ ২০১২

১৩.    আখতারুজ্জামান ইলিয়াস: একুশের উত্তাপ ও গতি: পাঠকের ভাবনা  ॥ ২০১৮-২০১৯

১৪.    বাংলাদেশের নাটক ও থিয়েটার: ইতিহাসের ধারা (১৯৭২-১৫)    ॥

১৫.    বৃহত্তর বগুড়া অঞ্চলের  চ-ির গান: আঙ্গিক ও পরিবেশনা, মাঠপর্যায়ের একটি সমীক্ষা ॥ ২০১০
 
১৬.    রবীন্দ্রনাথের জ্যামেতি ও অন্যান্য শিল্প প্রসঙ্গে, গ্রন্থ সমালোচনা, অপ্রকাশিত-২০১২

১৭.    সেলিম আল দীন গবেষণা ও গবেষণার সঙ্কট-২০১২

চ. উপসম্পাদকীয় :


১.    কথায় কথায়:  বাংলা ভাষার হালচাল, দৈনিক সমকাল, কালের খেয়া ফেব্রুয়ারি ২০২১,
রচনা: ১৭ ফেব্রুয়ারি ২০২১।

২.    বসন্ত বিভাবন, রচনা: ১৬ ফেব্রুয়ারি ২০২১।

৩.    কাজী নজরুল ইসলাম: কেনো অপ্রাসঙ্গিক নয়, সমকাল কালের খেয়া, জুন ২০২০।

৪    বঙ্কিমচন্দ্রের বাঙ্গালীর ইতিহাস প্রসঙ্গে, দৈনিক ভোরের কাগজ জুলাই, ৭, ২০০৬।

৫    রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেটা কবিতায় গ্রাম জীবন, দৈনিক ভোরের কাগজ ২২ শ্রাবণ ১৪১৪ ।

৬    অরপোলা কন্যার পালা ও  ইসলাম উদ্দীন বয়াতি দৈনিক ভোরের কাগজ,  ৮ই জুলাই ২০০৫।

৭    শিল্পকথা, সাপ্তাহিক খবরের কাগজ, সম্পাদক কাজী শাহেদ আহমেদ ১১তম সংখ্যা মার্চ ১৬, ২০০৪ ।

৮    সৌন্দর্যকথা, সাপ্তাহিক খবরের কাগজ, সম্পাদক কাজী শাহেদ আহমেদ ১০তম সংখ্যা মার্চ ০৯, ২০০৪।

৯    বাংলাদেশের শ্রমিক : বাজার প্রসঙ্গ, দৈনিক ভোরের কাগজ, ১লা মে ২০০৬ ।

১০    তিনিই বীরোত্তম, তারাই সেবক, দৈনিক ভোরের কাগজ, ১২ই, ২০০৬ মে,।

১১    এই  একুশ থেকেই শুরু হোক, দৈনিক ভোরের কাগজ ২১শে  ফেব্রুয়ারি ২০০৫ ।

১২    দেবদেবী ও সুবিচার প্রসঙ্গ দৈনিক ভোরের কাগজ অক্টবর ২০০৫।

১৩    নির্ঘুম রাতের প্রহরে, দৈনিক ভোরের কাগজ, ১৬ই ডিসেম্বর ২০০৫।

১৪    সম্রাট ও সেনাপতিহীন দেশের কথা, দৈনিক ভোরের কাগজ, ১৫ আগস্ট ২০০৫।

১৫    উন্নয়ন নাট্য ও প্রতিবন্ধী সমাচার, সাপ্তাহিক খবরের কাগজ, সম্পাদক, কাজী শাহেদ আহমেদ ১২দশ  সংখ্যা ২৩ শে মার্চ ২০০৪।

১৬    দেশ ভালো চলছে, সাপ্তাহিক  খবরের  কাগজ, সম্পাদক, কাজী শাহেদ আহমেদ, ৯ম সংখ্যা  ১৬ই মার্চ ২০০৪ ।

১৭    ভালোবাসা চাই শুদ্ধতম, সাপ্তাহিক খবরের কাগজ, সম্পাদক, কাজী শাহেদ আহমেদ, ৮ম সংখ্যা  ফেব্রুয়ারি ২০০৪। 

১৮    হগ্গলে ভালো, সাপ্তাহিক খবরের কাগজ, সম্পাদক, কাজী শাহেদ আহমেদ, ৭ম সংখ্যা  ফেব্রুয়ারি  ২০০৪ । 

১৯    এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, সাপ্তাহিক খবরের কাগজ, সম্পাদক, কাজী শাহেদ আহমেদ, ৫ম-৬ষ্ঠ সংখ্যা ৩রা-১০ই ফেব্রুয়ারি ২০০৪।  

২০    বাইরে থেকে দেখা, সাপ্তাহিক খবরের কাগজ, সম্পাদক, কাজী শাহেদ আহমেদ, ১ম সংখ্যা ৬ই জানুয়ারি ২০০৪।

২১    বিবির বাক্স, সাপ্তাহিক খবরের কাগজ, সম্পাদক, কাজী  শাহেদ  আহমেদ, ৫০তম সংখ্যা, ৩১ শে ডিসেম্বর ২০০৩ ।

২২    কালস্রোতে, সাপ্তাহিক খবরের কাগজ, সম্পাদক, কাজী  শাহেদ  আহমেদ, ৪৯-তম     সংখ্যা, ২৪ই ডিসেম্বর ২০০৩।

২৩    অনাকাক্সিক্ষত প্রসঙ্গ, সাপ্তাহিক খবরের কাগজ, সম্পাদক, কাজী  শাহেদ  আহমেদ, ৪৮-তম সংখ্যা, ১৬ই ডিসেম্বর ২০০৩।

২৪    নজরুল সঙ্গীতে মানবতাবাদ, দৈনিক আজকের কাগজ, সম্পাদক,  কাজী  শাহেদ  আহমেদ, ২৭ আগস্ট ১৯৯৮।

২৫    মেধাবী কথকতা , দৈনিক ভোরের কাগজ, ১২ সেপ্টেম্বর ১৯৯৮।

২৬    আপাদমস্তক শিক্ষা, দৈনিক আজকের কাগজ, সম্পাদক,  কাজী  শাহেদ  আহমেদ, ১০ সেপ্টেম্বর  ১৯৯৮।

২৭    ডক্টর ফস্টাস : একটি প্রযোজনার আলোকে, দৈনিক লাল সবুজ, সম্পাদক পীযূষ বন্দ্যোপাধ্যায় ১৯৯৭।

২৮    বাঙালি সংস্কৃতির সঙ্কট ও উত্তরণ চিন্তা, দৈনিক লাল সবুজ, সম্পাদক পীযূষ     বন্দ্যোপাধ্যায় ১৭ই এপ্রিল ১৯৯৭ ।

২৯    মে দিবসের চেতনা, দৈনিক লাল সবুজ, সম্পাদক পীযূষ বন্দ্যোপাধ্যায় ১লা মে ১৯৯৭।

৩০    থিয়েটার ও সমাজ সম্পর্ক, স্বতন্ত্র, নৃতাত্ত্বিক সংখ্যা, সম্পাদক, আতিক রহমান, ফ্রেব্রুয়ারি ১৯৯৯ ।

ছ.    প্রকাশিত সৃজনশীল প্রকাশনা :

গ্রন্থ :

১.    জলের লিখন আয়নার ছবি (কবিতা)  ২০১৭।
২.    লাঞ্ছিতা নক্ষত্র, (উপন্যাস) নান্দনিক  ২০১৫।
৩.   ফাগুন হাওয়ার বেদনা বিষাদ (কবিতা) ২০১৫।
৪.    নদীমাখা নারী, (কবিতা ) নান্দনিক,  ২০১৪ ।
৫.    মাকড়সা (নাটক) নান্দনিক,  ২০১৩ ।
৬.    কালান্ধারে জোনাকি (উপন্যাস) দৈনিক ভোরের কাগজ, ঈদ সংখ্যা ২০০৬।
৭.    ইন্দুলেখা (উপন্যাস) অনুশীলা প্রকাশন বাংলা বাজার ঢাকা, ২০০৫ ।
৮.    নষ্ট চাঁদের জোছনায় (উপন্যাস) সাপ্তাহিক খবরপত্র, ঈদ সংখ্যা আলোঘর, সম্পাদক,  কাজী  শাহেদ  আহমেদ, ২০০৫।
৯.    পরান কথার বেলোয়ারি (কবিতা) জনান্তিক প্রকাশন ঢাকা-২০০০।  

প্রকাশিত গল্প (গ্রন্থবদ্ধ নয়):
১.    স্থিরচিত্রে স্ফলিঙ্গ , Jaagonews24.com ২০১৭ ঈদ সংখ্যা ২০১৭।
২.    অমীমাংসিত, জুন ২০১৭
৩.    বদ্ধজলে তরঙ্গ, Jaagonews24.com ঈদ  সংখ্যা ২০১৬।
৪.    উজান যাত্রায় একা ॥
৫.    অন্তরের অন্দরে, ঈদ সংখ্যা, সম্পাদক, ড. মেহেদী হাসান,  বাংলাদেশ প্রতিদিন- ২০১০।

ঝ. অপ্রকাশিত সৃজনশীর রচনা:
১.    জোছনাহত আতর আলি (উপন্যাস) ।
২.    কোভি-১৯: তবুও নিঃসীম আমলকীর স্বাদ (কবিতা)।
৩.    বিম্বিত ছবির শ্রাবণচোখে (কবিতা)।
৪.    সারাবেলা দুষ্টু আকাশ (কবিতা)।
৫.    চুরি হয়ে যায় সব কিছু (কবিতা)।
৬.    ক্ষুধার্ত আকাশ কাঁদে (কবিতা)  ।

 


BOOK

প্রকাশিত গবেষণা গ্রন্থ :

১.    বাংলা নাাটক ও সেলিম আল দীনের নাটক, নান্দনিক প্রকাশন, ঢাকা, ২০১২।

২.    রবীন্দ্রনাথ: অচলায়তন মূর্ধণ ণ প্রকাশন ঢাকা, ২০১১।

৩.    জীবনানন্দ কথা সাহিত্য ও অন্যান্য প্রবন্ধ, নান্দনিক প্রকাশন, ঢাকা, ২০১০।

৪.    বাঙলা সাহিত্যে নন্দনভাবনা(প্রাচীন ও মধ্যযুগ), বাংলা একাডেমি, ২০০৯।

৫.    কালের ভাস্কর সেলিম আল দীন, রোদেলা প্রকাশন, ঢাকা ২০০৯।

৬.    শিল্পীর কৃত্য ও থিয়েটার বিষয়ক প্রবন্ধ  সময় প্রকাশন, ঢাকা ২০০৪। 

৭.    বঙ্কিমচন্দ্র: হাস্যরসাত্মক রচনা , নভেল পাবলিশার্স ঢাকা ২০০৪ ।

৮.    নাট্য বিষয়ক প্রবন্ধ : বাংলা একাডেমি, ২০০১।

৯.    নৃগোষ্ঠী নাট্য গারো, বাংলা একাডেমি, ১৯৯৫।

১০.    বঙ্কিমচন্দ্র লঘু রচনা ও মূল্যায়ন, কথামুদ্রণ, পুরানা পল্টন, ঢাকা ১৯৮৭ ।

১১. সেলিম আল দীন সত্তার জলছবি, রক্তকরবী প্রকাশন, কোলকাতা পশ্চিম বঙ্গ।


Activity

†mwgbv‡i cwVZ I cÖKvwkZ M‡elYv cÖeÜ :              

1.       iƒcvšÍ‡ii avivq evOvwj ms¯‹…wZ, AšÍg©yL M‡elYv cwÎKvi Av‡qvR‡b AbywôZ AvšÍRv©wZK †mwgbv‡i cwVZ, ea©gvb, cwðg e½, 1jv gvP© 2020

2.      mvaK ivgcÖmv` †mb I ˆØv‰ØZev` : GKwU ch©‡eÿY,ÔwZb Ôk eQi c‡i mvaK Kwe ivgcÖmv` †mbÕ kxl©K AvšÍRv©wZK †mwgbv‡i cwVZ cÖeÜ, Av‡qvR‡b ivgK…ò wgkb gV wek¦we`¨vjq K‡jR, †KvjKvZv cwðg e½, 3iv gvP© 2020

3.     bvU¨Kvi †mwjg Avj `xb: cÖvmw½K wKQz K_v, evsjv‡`k wkíKjv GKv‡Wgxi evwl©K ( wbqwgZ †mwgbvi ) I‡qfwbqv‡ii Rb¨ aviYK…Z cÖeÜ, 2020

4.       evsjv`‡ki bvUK : DËivaywbK wPšÍvi ¯^iƒc, we`¨vmvMi wek¦we`¨vjq K‡jR I †MŠwi KvjPvivj †m›Uvi Av‡qvwRZ AvšÍRvw©Z †mwgbv‡i cwVZ cÖeÜ, †KvjKvZv cwðg e½, 7.3.2020

5.      bvU¨Kv‡ii mvgvwRK A½xKvi : Ôgybxi †PŠayixÕ I Ô KeiÕ, mykxj mvnv m¤úvw`Z, cye AvKv‡ki iOaby, evsjv‡`‡ki wbev©wPZ mvwn‡Z¨i GK wbweo Ae‡jvKb, w`qv cvwj‡Kkb,KjKvZv cÖ_g cÖKvk Rvby. 2021  

6.     GKwU AwffvlY : BwZnv‡mi m¤cK© I gZv`‡k©i ¯^iƒc, mykxj mvnv m¤úvw`Z, cye AvKv‡ki iOaby, evsjv‡`‡ki wbev©wPZ mvwn‡Z¨i GK wbweo Ae‡jvKb, w`qv cvwj‡Kkb,KjKvZv cÖ_g cÖKvk Rvby. 2021     

7.       wkí I wkíx m¤úK©: GKwU mvaviY we‡ePbv,  mgKvj, C` msL¨v, m¤úv`K, †Mvjvg mviIqvi, Ryb-2017

8.     gÂKzmy‡gi lvU: MÖvg w_‡qUvi, m¤úv`K, bvwmi DÏxb BDmyd ev”Pz GwcÖj-RyjvB -2017

9.      GK ˆekv‡Li †gjv †_‡K ˆekvLx †gjv: Jago news 24.com, 14, GwcÖj- 2017

10.   bvU¨Kvi byiæj †gv‡gb ¯^-f~wgi mÜv‡b, evsjv‡`k wkíKjv GKv‡Wgx Av‡qvwRZ †mwgbv‡i cwVZ cÖeÜ, gvP©, 2016.

11.    Avgvi cvVkvjv, MÖvg w_‡qUcvi, m¤úv`K, bvwmi DÏxb BDmyd, wbev©nx m¤úv`K W. †PŠayix iæevBqvr Avn‡g` 2016

12.   G GK Ab¨ AvKvk, wfbœ evZvm, m¤úv`K, bvwmi DÏxb BDmyd, wbev©nx m¤úv`K W. †PŠayix iæevBqvr Avn‡g` 2016

13.  fvOv †cÖ‡gi hZ K_v: †mwjg Avj `xb, bvUK I bvU¨ZË¡ wefvM, Rvnv½xibMi wek¦we`¨vjq Av‡qvwRZ †mwgbv‡i cwVZ cÖeÜ 2015

14.   evOvwji †jvKK…Z¨ I †jvKvPvi: mgKvj C` msL¨v, m¤úv`K, †Mvjvg mviIqvi,          AvM÷- 2013

15.  Zvuiv †m· Ges wcqvi †`L‡Z G‡mwQj, bZzb MšÍe¨, w_‡qUvi welqK ˆÎgvwmK cwÎKv, AvM÷-

2013

16.  evsjv‡`k MÖvg w_‡qUvi: wÎk eQi Ges AZtci, XvKv w_‡qUvi Av‡qvwRZ †mwgbv‡i cwVZ cÖeÜ b‡f¤^i 2012

17. bwmg‡bi cvjv: cwi‡ekbvi Av‡jv‡K, †jvK bvUK, †jvKKjv I Pjw”PÎ welqK wefvM Av‡qvwRZ †jvKbvU¨ Drme cÖKvkbv, evsjv‡`k wkíKjv GKv‡Wgx- 12, Ryb 2012

18. gnvZ¥v jvjb : cÖKvwkZ MÖš’ cÖm‡½, †mwgbv‡i cwVZ cÖeÜ, 27, wW‡m¤^i 2012

19.  we‡bvw`bx: AvZ¥Rxebxi gÂKve¨, XvKv w_‡qUvi Av‡qvwRZ †mwgbv‡i cwVZ cÖeÜ, evsjv‡`k wkíKjv GKv‡Wgx 27, wW‡m¤^i 2012

 

Contact

Dr. Lutfor Rahman

Professor
Department of Drama & Dramatics
Jahangirnagar University, Savar, Dhaka-1342, Bangladesh.
Cell Phone: 01952260363
Email: lutfor.rahman@juniv.edu